চলতি সপ্তাহে যে সকল কোম্পানির এজিএম

পুঁজিবাজারে চলতি সপ্তাহে তালিকাভুক্ত ১৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : যমুনা ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ফনিক্স ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল এবং ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

চলতি সপ্তাহে যে সব কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে তা নিচে তুলে ধরা হলো:

১৬ জুন : যমুনা ব্যাংকের সকাল ১০টায়, পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকাতে এবং অগ্রণী ইন্স্যুরেন্সের বেলা ১১টায়, ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

১৭ জুন : এক্সিম ব্যাংকের বেলা ১১টায়, রাওয়া কনভেনশন হল, মহাখালী, ঢাকাতে এবং রূপালী ব্যাংকের এজিএম একই দিন বেলা ১১টায়, ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

১৮ জুন : ইসলামী ব্যাংকের এজিএম বেলা ১১টায়, কুর্মিটোলো গল্ফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

১৯ জুন : ফনিক্স ইন্স্যুরেন্সের এজিএম এই দিন দুপুর সাড়ে ১২টায়, মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন হল, ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

২০ জুন : স্ট্যান্ডার্ড ব্যাংকের সকাল ১০টায়, পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা ঢাকাতে; স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকাতে; এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের বেলা ১১টায়, মাল্টিপারপাস হল, আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে; কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বেলা ১১টায়, কেআইবিসি ৩ডি সেমিনার হল, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকাতে; মার্কেন্টাইল ব্যাংকের বেলা ১১টায়, ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টস, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী, বিজয়নগর, ঢাকাতে; ইউনিয়ন ক্যাপিটালের বেলা ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকাতে এবং ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এজিএম একই দিন বেলা সাড়ে ১১টায়, মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন, আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল ঢাকাতে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে বার্ষিক সাধারণ সভায় অনুমোদন হতে পারে।