চালের দাম বেশি রাখলে কঠোর ব্যবস্থা, অভিযোগ কেন্দ্রের নাম্বার দেখেনিন!

চালের মূল্য নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং টিম এবং কন্ট্রোল রুম খুলেছে সরকার। পেয়াঁজের মত করে কেউ যেন কারসাজির মাধ্যমে চালের মূল্যবৃদ্ধি করতে না পারে তার জন্য আগে ভগেই এই পদক্ষেপ নিল খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পৃথক দুইটি অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, চালের দামের বিষয়ে আমাদেরকে দুই পক্ষের স্বার্থই দেখতে হয়। একদিকে কৃষক যেন ন্যায্যমূল্য পান, অন্যদিকে ভোক্তারাও যাতে সহনীয় দামে চাল কিনে খেতে পারেন।

মন্ত্রী বলেন, চালের বাজার অস্থিতিশীল করতে কেউ যদি কারসাজির চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব নুরুল ইসলাম শেখ স্বাক্ষরিত অফিস আদেশ কন্ট্রোল রুম খোলার বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির প্রবণতা রোধ, নিন্ম আয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজারদর স্থিতিশীল রাখারা স্বার্থে খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে’। বাজার পরিস্থিতি নিয়ে যে কেউ উল্লিখিত কন্ট্রোলরুমে অভিযোগ জানাতে পারবেন।

অভিযোগ কেন্দ্রের ফোন নম্বর ০২-৯৫৪০০২৭ এবং ০১৬৪২৯৬৭৭২৭।

আজকের বাজার/লুৎফর রহমান