চিনকে মাছ-মাংস বিক্রির ‘ওয়েট মার্কেট’বন্ধ করতে বলল আমেরিকা

মহামারী ভয়ঙ্কর আকার নেওয়ায় ক্রমশ চিনের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। বারবার বলা হয়েছে যে এই মহামারীর পিছনে রয়েছে চিনের ভূমিকা। এবার মাকফিন সচিব মাইক পম্পেও জানালেন যে চিনকে তাদের ‘ওয়েট মার্কেট’ সম্পূর্ণ বন্ধ করতে বলেছে আমেরিকা।

চিনের যে বাজারে বণ্যপ্রাণী বিক্রি হয়, সেগুলোই ওয়েট মার্কেট হিসেবে পরিচিত। চিনের এই ধরনের বাজার থেকেই করোনা বাইরাস ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে। তাই এই ধরনের মাংসের বাজার বন্ধ করতে বলল আমেরিকা।

আমেরিকার স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেন, ‘চিনকে বলা হয়েছে যাতে বণ্যপ্রাণী বিক্রির বাজার বন্ধ করে দেওয়া হয়। কারণ এইসব বাজারের সঙ্গে এই ধরনের ভাইরাসের সম্পর্ক রয়েছে। অবৈধভাবে পশু বিক্রিও বন্ধ করতে বলেছে আমেরিকা।