করোনার কারণে বিশ্বে ১শ ২০ কোটি বিমানযাত্রী কমতে পারে : জাতিসংঘ সংস্থা

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) বুধবার বলেছে, করোনা ভাইরাসের কারণে বিশ্বে আগামী সেপ্টেম্বর নাগাদ বিমানযাত্রীর সংখ্যা ১ শ’ ২০ কোটি কমে যেতে পারে।
জাতিসংঘের এই সংস্থাটি এক বিবৃতিতে একে যাত্রীসংখ্যার ব্যাপক হ্রাস হিসেবে উল্লেখ করেছে।
এর ফলে এয়ারলাইনগুলোর সক্ষমতাও উল্লেখযোগ্যহারে কমে যেতে পারে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এরফলে এ বছরের প্রথম নয় মাসে এয়ারলাইন্সের আয় ১৬০ থেকে ২৫৩ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত কমে যেতে পারে।
এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম দিকে ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এয়ারলাইনগুলোর আয় কমার যে পূর্বাভাস দিয়েছিল তা থেকে বর্তমান এই হিসেবে অবস্থা আরো শোচনীয়।
সে সময় সংস্থাটি বলেছিল, এয়ারলাইন ইন্ড্রাষ্ট্রির আয় ৪ থেকে ৫ বিলিয়ন ডলার কমে যেতে পারে।