উত্তর কোরিয়ার পণ্যের উপর চীনের আমদানি নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়া থেকে কয়লা, লোহা ও সামুদ্রিক মাছ আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে চীন। এর ফলে দেশটি প্রায় ১০০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, গত সপ্তাহে উত্তর কোরিয়ার ওপর যে নতুন একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘে, তারই বাস্তবায়ন করতে যাচ্ছে চীন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার খুব বেশি ক্ষতি হবে না। কারণ ইতোমধ্যে ফেব্রুয়ারি মাসে একবার এমন নিষেধাজ্ঞা আরোপ করেছিল চীন।

গত ৫ আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা জোরদারে মার্কিন খসড়া প্রস্তাবের ওপর এক ভোটাভুটির পর জাতিসংঘ এই বিষয়ে সায় দেয়।

নিরাপত্তা পরিষদে ভেটো থাকা স্বত্বেও চীন এবার এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এবছরের শুরুর দিকে তারা পিয়ংইয়ংকে চাপ দেওয়ার জন্য কয়লা আমদানিও স্থগিত করে।

সেসময় জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত লিউ জিয়েয়ি উত্তর কোরিয়াকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কমিয়ে আলোচনায় আসার আহ্বান জানান।

উত্তর কোরিয়ার রপ্তানি আয়ের মধ্যে অন্যতম হচ্ছে চীনে কয়লা এবং অন্যান্য কাঁচামাল রপ্তানি। দেশটির রপ্তানি আয় বছরে ৩০০ কোটি ডলার।

আজকের বাজার: এমএম/ ১৫ আগস্ট ২০১৭