চুক্তি ছাড়াই ট্রাম-কিমের সম্মেলন শেষ

উত্তর কোরীয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার পৃথক মোটর শোভাযাত্রা সহকারে সম্মেলন কেন্দ্র ত্যাগ করেছেন। সকালে তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকের পর আনুষ্ঠানিক কোন চুক্তি স্বাক্ষর হয়নি।

একেবারে শেষ মুহূর্তে পূর্বনির্ধারিত ভোজসভা ও চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান বাদ দেয়া হয়। এ বিষয়ে হোয়াইট হাউস বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে।

তবে গ্রিনিচ মান সময় ০৭ টায় ট্রাম্প সংবাদ সম্মেলন করবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ