চেন্নাই থেকে ফিরলেন আরও ১৬৯ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন থাকায় ভারতে আটকেপড়া আরও ১৬৯ জন বাংলাদেশি নাগরিক শুক্রবার চেন্নাই থেকে দেশে ফিরেছেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ১৬৯ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে তাদের একটি ফ্লাইট দুপুর ২টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

গত ২২ এপ্রিল চেন্নাই থেকে আরও ১৬৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।

এর আগে গত ১৭ এপ্রিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে একজনের মরদেহসহ ৪৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

প্রথম ধাপে গত ২০ এপ্রিল চেন্নাই থেকে দেশে ফেরত আসেন ১৬৪ জন বাংলাদেশি নাগরিক।