জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে হেলিকপ্টার

পাবনার চাটমোহরে জরুরি অবতরণের সময় বেসরকারি কোম্পানির একটি হোলিকপ্টার দুর্ঘটনা কবলিত হয়েছে। এ সময় হেলিকপ্টারে থাকা পাঁচ যাত্রীর মধ্যে একজন আহত হন।

১ অক্টোবর বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পাবনার চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি ধানের খোলায় জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় তাড়াহুড়ো করে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি মাটিতে পড়ে দুর্ঘটনা কবলিত হয়।

এতে হেলিকপ্টারের দুটি পাখা, প্রপেলর ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা হেলিকপ্টারে থাকা পাঁচ যাত্রীকে উদ্ধার করে। আহত একজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসক।

সন্ধ্যা সাতটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতি অফিস সংলগ্ন ধানের খোলায় পড়ে ছিল।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ অক্টোবর ২০১৭