জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

জাতিসংঘের সাবেক মহাসচিব নোবেল শান্তি পদকজয়ী কফি আনান আর নেই। শনিবার (১৮ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আজ শনিবার কফি আনান ফাউন্ডেশন এক টুটটে তার মৃত্যুর ঘোষণা দিয়ে জানায়, স্বল্পকালীন অনির্দিষ্ট অসুস্থতার কারণে তিনি মারা গেছেন।

কফি আনান বস্তুত তার পুরো পেশাগত জীবন জাতিসংঘে প্রশাসক হিসেবে কাটিয়েছেন। তিনি দুই মেয়াদে ১৯৯৭ সালের ১ জানুয়ারি থেকে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্বপালন করেন। দায়িত্বের মাঝামাঝি এসে ২০০১ সালে তিনি জাতিসংঘের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।

কফি আনানের মেয়াদকালে এ বিশ্ব সংস্থাকে কিছু জঘন্য ব্যর্থতা ও কেলেঙ্কারির দায় মাথায় নিতে হয়। ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর সেবারই তাদের সবচেয়ে খারাপ সময়ের মাঝ দিয়ে যেতে হয়। আর ম্লান হয়ে যাওয়া সেই সুনাম পুনরুদ্ধারের সংগ্রামে নিজের বেশিরভাগ সময় ব্যয় করতে বাধ্য হন আনান।

আজকের বাজার/এমএইচ