জাতিসংঘের হস্তক্ষেপ চাইল ইরানের এনজিও এবং ছাত্র সংগঠনগুলো

ভারতের মুসলমানদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের বর্বরতা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচলেটের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কয়েকটি এনজিও এবং ছাত্রসংগঠন। এসব সংগঠন ব্যাচেলেটকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে। কয়েক দশকের মধ্যে গত মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ৫০ জন মুসলমান নিহত ও ১০০’র বেশি আহত ন। এছাড়া, মুসলমানদের মসজিদ এবং বহু ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া হয়েছে।

মিশেল ব্যাচলেটকে লেখা চিঠিতে ইরানের এনজিও এবং ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা বলেছেন, “আমরা আশা করি এবং অনুরোধ জানাই যে, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের ধর্ম এবং জাতিসত্ত্বা রক্ষার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যকরী এবং আন্তরিক পদক্ষেপের মাধ্যমে তার দায়িত্ব পালন করবে এবং অন্যদের সামনে একটি আদর্শ স্থাপন করবে।” চিঠিতে আরো বলা হয়েছে, ভারতে মুসলমানদের ওপর বিশেষ করে নারী ও শিশুদের ওপর যে বর্বরতা চালানো হয়েছে তাতে বিশ্বের হৃদয়বান মানুষের মনে আঘাত লেগেছে। সমস্ত মানুষ স্বাধীন সত্ত্বা নিয়ে জন্মগ্রহণ করে এবং তারা স্বাধীন ও সমান মর্যাদা নিয়ে বাঁচার অধিকার রাখে। যেকোন মানুষ সব ধরনের বৈষম্য থেকে সুরক্ষা পাওয়ারও অধিকার রাখে। এই সমস্ত অধিকার জাতিসংঘ সনদে ঘোষণা করা হয়েছে এবং ভারত সরকারও তা মেনে চলতে বাধ্য।” জাতিসংঘের মানবাধিকার কমিশনকে লেখা চিঠিতে ইরানের ১,১৪০ ব্যক্তি এবং ১৪৬টি এনজিও’র প্রতিনিধি সই করেছেন।

আজকের বাজার/আখনূর রহমান