জাপানে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭৯

জাপানে সৃ্ষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭৯ জনে দাঁড়িয়েছে। ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খবর জাপান টাইমসের।

বুধবার (১১ জুলাই) উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন।

জাপান টাইমসের খবরে বলা হয়, জাপানের মুখ্য মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা বুধবার এক ঘোষণায় বৃদ্ধি পাওয়া মৃতের সংখ্যা নিশ্চিত করেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত ৫০ জন ব্যক্তির নিখোঁজ রয়েছে।

এদের বেশিরভাগই হিরোশিমা অঞ্চলের বাসিন্দা ছিল। এ অঞ্চলেই বন্যা সবচেয়ে তীব্র আকারে আঘাত হেনেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা ও ভূমিধ্বসে দুই লাখ ৫৫ হাজার ঘরবাড়ির পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘরবাড়ির পানি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে, মঙ্গলবার নতুন করে সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা।

আজকের বাজার/একেএ