জাপানে ভূমিকম্পের পর নিউ চিতস বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

জাপানে ভূমিকম্প আঘাত হানার পর বন্ধ করে দেওয়া হোক্কাইডো এলাকার প্রধান বিমানবন্দর নিউ চিতসে শনিবার সকাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। খবর সিনহুয়া’র।
দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানায়, আজ বিমানবন্দরটিতে প্রায় ৯০ টি ফ্লাইটের আসা যাওয়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার হোক্কাইডো এলাকায় রাত ৩ টা ৮ মিনিটে (জিএমটি ১৮:০৮, বুধবার) ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
নিউ চিতস বিমানবন্দরটি হোক্কাইডো এলাকার প্রধান প্রবেশপথ। ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ায় এবং বিদ্যুৎহীন হয়ে পড়ায় বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয় যার প্রভাব পুরো এলাকার ওপর পড়ে।
শুক্রবার শুধুমাত্র অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য বন্দরটি খুলে দেওয়া হয়।