জাবি কেলেঙ্কারি: ভিসির অপসারণ চায় বিএনপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে ছাত্রলীগকে ঘুষ দেয়ার অভিযোগের ভিত্তিতে ভিসি ফারজানা ইসলামের অপসারণ চেয়েছে বিএনপি।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুষ দাবি করার অপরাধকে ন্যায্য ভাগ হিসেবে নামকরণ করা হয়েছে। জাবির ভাইস চ্যান্সেলর নাকি ইতোমধ্যে এক কোটি টাকা দিয়ে দিয়েছেন। তাহলে এই ঘটনায় শুধু ছাত্রলীগের দুই নেতা নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও অবিলম্বে অপসারণ করা উচিত।’

সব ক্ষেত্রে দুর্নীতি চলছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাত্র ভর্তি করছে রাতের বেলায়। স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, বিচারালয় কোথাও যাওয়া যায় না। দেশে কোথায় আছে দুর্নীতিমুক্ত জায়গা?’

উল্লেখ্য, নানা বিতর্কের পর শনিবার ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে তাদের নিজ পদ থেকে অপসারণ করা হয়েছে।

আজকের বাজার/এমএইচ