জামাল ভুঁইয়াদের স্বপ্ন ভেঙে শিরোপা জিতল তেরেঙ্গানু

জামাল ভুঁইয়ার অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরার হাতছানি ছিল। এমএ আজিজ স্টেডিয়ামের ভরা গ্যালারিও মঞ্চ প্রস্তুত করে রেখেছিল। কিন্তু শুরুর ২০ মিনিটের ঝড় আর সামাল দিয়ে ফিরে আসা হলো না চট্টগ্রাম আবাহনীর। সব আয়োজনে পানি ঢেলে ঘরের দলকে ২-১ ব্যবধানে হারিয়ে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু শেখ কামাল ক্লাব আন্তজার্তিক ক্লাব কাপ শিরোপা ঘরে তুলেছে।

টুর্নামেন্টে এর আগেও প্রতিপক্ষের বিপক্ষে দুইবার পেছন থেকে ফিরে এসে ম্যাচ জিতেছিল চট্টগ্রাম আবাহনী। প্রথম ২০ মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকা রতকোভিচ দুর্দান্ত এক গোল করে জাগিয়ে তুলেছিলেন ঘরের সমর্থকদের। কিন্তু মারুফুল হকের দল ফাইনালে আর ফিরতে পারেনি। তেরেঙ্গানুর শক্তির কাছে শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদের।

তেরেঙ্গানু ম্যাচটা প্রায় নিজেদের করে নিয়েছিল শুরুতেই। ইংলিশ স্ট্রাইকার লি টাককে নিয়ে আলাদা পরিকল্পনর কথা ম্যাচের আগে জানিয়েছিলেন মারুফুল। কিন্তু সেটা কাজে আসেনি। সাবেক ঢাকা আবাহনী স্ট্রাইকারের কর্নার থেকে হেড করে ম্যাচের ১৫ মিনিটে হাকিম মামাত দলকে এগিয়ে নিয়েছিলেন। এরপর খেই হারিয়েছে চট্টগ্রাম আবাহনীর রক্ষণ।

মিনিট পাঁচেক পর রক্ষণের ভুলের সঙ্গে গোলরক্ষক মোহাম্মদ নেহাল করেছেন দৃষ্টিকটু এক ভুল। তেরেঙ্গানুর আজলিনুল্লাহ আবাহনী ডিফেন্ডার জন ইকবলকে ফাঁকি দিয়ে ঢুকে পড়েছিলেন বক্সের ভেতর। ছিলেন বাম কোণায়। সেখান থেকে গোল করাটা কঠিনই ছিল। কিন্তু নেহাল সামনে এগিয়ে এসে কঠিন কাজটাই সহজ করে দিয়েছেন। নেহালের দুই পায়ের ফাঁক দিয়ে আজলিনুল্লাহর বাম পায়ের নিচু শট কাছের পোস্ট ঘেঁষে ঢুকে যায় আবাহনীর জালে।