জিম্বাবুয়ের জাতীয় নির্বাচনে বেশিরভাগ আসনে ক্ষমতাসীন দলের জয়

Zimbabwe's President Emmerson Mnangagwa casts his ballot as he votes in the general election at Sherwood Park Primary School in Kwekwe, Zimbabwe July 30, 2018. REUTERS/Philimon Bulawayo

জিম্বাম্বুয়ের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন জেডএএনইউ-পিএফ পার্টি এখন পর্যন্ত সর্বাধিক আসনে জয় পেয়েছে। খবর এএফপি’র।

বুধবার (১ আগস্ট) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল থেকে এ কথা জানা গেছে। যদিও ভোট গণনা এখনও চলছে।

এদিকে দেশটির প্রধান বিরোধী দল এমডিসি এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জেডবিসি জানায়, জিম্বাবুয়ে ইলেক্টোরাল কমিশন (জেডইসি) পার্লামেন্টের আরো ৫০টি আসনের ফলাফল ঘোষণা করেছে। এই নিয়ে এখন পর্যন্ত ১৫৩টি আসনের ফলাফল ঘোষিত হল।

এই ১৫৩টি আসনের মধ্যে জেডএএনইউ-পিএফ ১১০টি আসনে জয়লাভ করেছে। এমডিসি জোট ৪১টি আসনে জিতেছে।

জিম্বাবুয়ের পার্লামেন্টের নিম্নকক্ষে ২১০টি আসন রয়েছে।

আজকের বাজার/একেএ