জিল বাংলা সুগারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জিল বাংলা সুগার মিলস লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯ টাকা ২২ পয়সা ও গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২২ টাকা ৭২ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৭২ পয়সা ও গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫৮ টাকা ৯৯ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৪৩ টাকা ৪৯ পয়সা ও আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৫৭ টাকা ৮৭ পয়সা। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ঋণাত্বক ৬৫২ টাকা ৪৯ পয়সা।