‘জীবন ফিরে পেলাম’, বললেন গাঙ্গুলী

গত শনিবার হৃদরোগে আক্রান্ত হবার পর ধমনীতে একটি রিং পড়ানো হয়েছে ভারতের সাবেক সফল অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। একটি রিং পড়ানোর পর শারীরিকভাবে সুস্থ হয়ে উঠায়, গতকালই হাসাপাতাল থেকে গাঙ্গুলীকে ছেড়ে দেয়ার সিদ্বান্ত নিয়েছিলো চিকিৎসকরা। কিন্তু নিজ ইচ্ছাতে একদিন বেশি থেকে আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরেন গাঙ্গুলী।
বাড়ি ফিরে সংবাদমাধ্যমকে, ‘জীবন ফিরে পেয়েছেন’ বলে জানান গাঙ্গুলী।
হাসপাতাল থেকে ছাড়া পাবার পর সাংবাদিকদের গাঙ্গুলী বলেন, ‘চিকিৎসক-নার্স থেকে হাসপাতাল কর্মী এবং গুণমুগ্ধদের ধন্যবাদ। এখানকার চিকিৎসক-নার্স-হাসপাতালের কর্মীরা যেভাবে আমার সেবাযতœ ও চিকিৎসা করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।’ তবে হাসপাতালের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি তিনি।
হাসপাতালের মত গাঙ্গুলীর বেহালার বীরেন রায় রোডের বাড়ির সামনেও ভক্ত-সমর্থকদের উপচে পড়া ভীড় ছিলো। পরে বাড়ি থেকে বের হয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ভাল আছি। জীবন ফিরে পেলাম। সকলকে ধন্যবাদ।’
দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালের প্রধান নির্বাহি রূপালি বসু বলেন, ‘আমরা ভীষণ খুশি। গাঙ্গুলীকে সুস্থ করে হাসপাতাল থেকে ছাড়তে পেরে। তার আরও দু’টো ব্লক রয়েছে। তবে সেগুলো খুবই কম। পরে কোনও সময় সেটার চিকিৎসা করিয়ে নিলেই হবে।’
চিকিৎসকরা আরও জানিয়েছেন, আপাতত দু’সপ্তাহ চিকিৎসকদের পরামর্শমতো কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে। তার মধ্যেই শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও চলবে। আপাতত রক্তচাপ-কোলেস্টেরল-থাইরয়েড এবং অন্যান্য শারীরিক মাপকাঠি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু একটি রিং বসানোর পর সেই পরিস্থিতির কোনও পরিবর্তন হচ্ছে কি-না, তা নিয়মিত পরীক্ষা করে দেখা হবে।
গত শনিবার ব্যক্তিগত জিমে অনুশীলন করার সময় মাথা ঘুড়ে পড়ে যান গাঙ্গুলী। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার গাঙ্গুলীর হৃদপিন্ডে তিনটি ‘ব্লক’ ধরা পড়ে। তার মধ্যে ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ‘ব্লক’ ছিলো। বাকি দু’টিতে প্রায় ৭০ শতাংশ। তাই দ্রুত অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে ডান দিকের ধমনীতে একটি রিং বসানো হয়।
গত মঙ্গলবার হাসপাতালে গাঙ্গুলীকে দেখতে আসেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। গাঙ্গুলীর শারীরিক অবস্থা দেখে সাংবাদিকদের শেঠি বলেছিলেন, ‘পুরোপুরি ফিট গাঙ্গুলী। স্বাভাবিক জীবনযাপন তো বটেই, কিছুদিন পর ম্যারাথনও দৌঁড়াতে পারবেন। চাইলে ক্রিকেটও খেলতে পারবেন তিনি। বিমানও চালাতে পারবেন। কোনও সমস্যা হবে না।’