জোহানেসবার্গের কাছে ট্যাঙ্কার বিস্ফোরণে ১০ জন নিহত

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের পূর্বে বক্সবার্গে ট্যাঙ্কার বিস্ফোরণে ১০ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছে। জরুরি পরিষেবাসমূহ এ কথা জানিয়েছে। খবর এএফপির।
শনিবার সকালে একটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়।
ওই এলাকার জরুরি সেবার মুখপাত্র উইলিয়াম এন্সলাদি বলেছেন, সকাল সাতটা পঞ্চাশে আমরা গ্যাস ট্যাঙ্কারে আগুন লাগার খবর পাই। অগ্নিনির্বাপণকারীদের  দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু, দুর্ভাগ্যবশত ট্যাঙ্কারটি বিস্ফারিত হয়।
তিনি বলেন, আহতদের মধ্যে চালকও রয়েছেন। তাকে হাসাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। এর আগে নয়জনের প্রাণহানির কথা বলা হয়েছিল।
অগ্নিনির্বাপণকারী ছয়জন আহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশটির উত্তরপূর্বাঞ্চল থেকে আসা ট্যাঙ্কারটিতে ৬০ হাজার লিটার এলপিজি গ্যাস ছিল। এসব  গ্যাস মূলত রান্না ও গ্যাস স্টোভে ব্যবহৃত হয়।