এনজিওতে নারীদের কাজ করার ওপর তালেবানের নিষেধাজ্ঞার কঠোর নিন্দা ইইউ’র

আফগানিস্তানে তালেবান এনজিওতে নারীদের কাজ করার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে- শনিবার তার কঠোর নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিওতে নারীদের কাজ করার ওপর তালেবানের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা পরিস্থিতি বিচার-বিবেচনা করছি। এ পরিস্থিতি আমাদের সাহায্যের ওপর প্রভাব ফেলবে।
আফগানিস্তানে কট্টর ইসলামিক শাসক তালেবান সম্প্রতি নারীদের এনজিওতে কাজ করা নিষিদ্ধ করেছে।
এ বিষয়ে সকল এনজিও’র কাছে পাঠানো নোটিশে তালেবান সরকার বেসরকারি সংস্থাসমূহে কাজ করা নারীদের হিজাব না পরার কথা তুলে ধরেছে। তবে এনজিওতে কাজ করা বিদেশী নারীরাও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন কিনা তা স্পষ্ট করা হয়নি।
এদিকে তালেবান মাত্র কয়েদিন আগে নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষা নিষিদ্ধ করেছে।
বোরেলে’র নারী মুখপাত্র নাবিলা মাসরালি বলেছেন, আফগান জনগণের কল্যাণ, অধিকার ও স্বাধীনতা নিয়ে আমাদের মূল উদ্বেগ অব্যাহত থাকবে।
তিনি বলেছেন, এনজিওতে কাজ করার ওপর এ নিষেধাজ্ঞা আফগানিস্তানে নারীদের মানবাধিকার  ও মৌলিক স্বাধীনতা চর্চার সক্ষমতার ওপর আরেকটি কঠোর সীমাবদ্ধতা এবং মানবিক নীতির লংঘন।