জয়পুরহাটে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে ২৫ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা’জাকস ফাউন্ডেশন’।

জাকস ফাউন্ডেশনের কর্ম এলাকায় বৃক্ষরোপণের চারা গুলোর মধ্যে রয়েছে বারি আম-১১, গৌরমতি, আমরুপালি, হাড়িভাঙ্গা, চাইনা-৩ লিচু ও বারি মাল্টা-১ জাতের। ইতোমধ্যে ৬ হাজার গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে। এর ধারা বাহিকতায় বুধবার জামালগঞ্জ শাখা অফিসের চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাকস ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম বাদশা, সিনিয়ার সহকারী পরিচালক ওবায়দুল ইসলাম, উপ সহসমন্বয়কারী মনিরুল ইসলামসহ আরও অনেকে। জাকস ফাউন্ডশনের নির্বাহী পরিচালক মো: নূরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বৃক্ষ রোপণ করার যে ঘোষণা দিয়েছেন, তা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় বাস্তবায়ন করছে জাকস ফাউন্ডেশন। তিনি আরও বলেন, বাংলাদেশ ভৌগোলিক কারণেই প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ। বৈশ্বিক এ দুর্যোগকে মোকাবেলার জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান