জয়াসুরিয়ার রেকর্ড এখন ‘হিটম্যান’ রোহিত শর্মার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শিরোপা নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। ম্যাচে ৬৩ বলে ৬৩ রান ইনিংস খেলে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওপেনার রোহিত শর্মা।

এই ইনিংসের মধ্য দিয়ে নতুন এক কীর্তি গড়লেন হিটম্যান রোহিত শর্মা। এক বছরে ওপেনার হিসেবে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন শ্রীলংকার কিংবদন্তী সনাৎ জয়াসুরিয়ার ২২ বছরের পুরনো রেকর্ড।

জয়াসুরিয়াকে টপকে যাওয়ার জন্য রোহিতের দরকার ছিলো ৯ রান। এতোদিন ২৩৮৭ রান নিয়ে এ তালিকায় সবার উপরে ছিলেন জয়াসুরিয়া। ১৯৯৭ সালে সব ফরম্যাট মিলিয়ে এ রান করেছিলেন তিনি। ম্যাচে ৬৩ রানের ইনিংস খেলার পথে লংকান কিংবদন্তীকে পেরিয়ে নিজেকে নতুন উচ্চতায় বসালেন রোহিত।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৫৯ রানের বিরাট এক ইনিংস খেলে রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। এই রানের পর ২০১৯ সালে সর্বাধিক ওয়ানডে রানের মালিকও হয়ে যান রোহিত শর্মা।

তালিকায় তিনে আছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ২০০৮ সালে সব ফরম্যাট মিলিয়ে ২৩৫৫ রান করেন শেবাগ।

৫৩.১২ গড়ে ২৪৪২ রান নিয়ে ২০১৯ সাল শেষ করলেন রোহিত শর্মা। এবছর সমান ১০টি করে শতক ও অর্ধশতক হাঁকিয়েছেন রোহিত শর্মা।

আজকের বাজার/আরিফ