টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজে টিকে থাকার লড়াইয়ে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ।

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর বিকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ক্যারিবীয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান।

জ্বরের কারণে আজকের ম্যাচে খেলা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত খেলছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়লাভ করা বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচে ক্যারিবীয়দের কাছে পাত্তাই পায়নি। সিলেটে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বড় টার্গেট দিতে পারেনি টাইগাররা। ফলে আট উইকেটের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা।

অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-২০ সিরিজে প্রথম ম্যাচে হেরেও ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। পরের দুই ম্যাচে টানা জয়লাভ করে সিরিজ নিজেদের করে নিয়েছিল সাকিব বাহিনী।

দুই দলই অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরাণ, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল, ওশানে টমাস

আজকের বাজার/এমএইচ