টাইগারদের নতুন কোচ স্টিভ রোডস

অবশেষে ৮ মাস পরে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো স্টিভ রোডসকে।

বৃহস্পতিবার (০৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জানিয়েছেন, ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ইংলিশম্যান রোডসকে নিয়োগ দেওয়ার ব্যাপারটি চূড়ান্ত করেছে বোর্ড। রোডসের আন্তর্জাতিক দলকে কোচিং করানোর অভিজ্ঞতা নেই। তবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি গ্যারি কার্স্টেন বাংলাদেশের কোচ নিয়োগের প্রধান পরামর্শক হিসেবে কাজ করেছেন। আগের দিনই পাপন ইঙ্গিত দিয়েছিলেন, রোডসেরই টাইগারদের প্রধান কোচ হওয়ার ব্যাপারে।

এদিকে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি আকরাম খান দু’দিন আগে জানিয়েছিলেন, বৃহস্পতিবার বিসিবিতে সাক্ষাৎকার দিতে আসবেন স্টিভ রোডস। আগেরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ সকালেই ঢাকা এসে পৌঁছান সাবেক এই ইংলিশ অধিনায়ক। দুপুরের মধ্যে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই ঘোষণাটা চলে আসলো, ‘আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হচ্ছেন স্টিভ রোডস।’

বাংলাদেশের নতুন কোচ ৫৩ বছর বয়সী রোডস ছিলেন মূলত উইকেটকিপার-ব্যাটসম্যান। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১১টি টেস্ট, ওয়ানডে মাত্র ৯টি। তবে খুব একটা উজ্জ্বল নয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ১১ টেস্টে ২৪.৫০ গড়ে করেছেন ২৯৪ রান। আর ৯টি ওয়ানডেতে করেছেন ১০৭ রান, গড় ১৭.৮৩।

অবসরের পর ২০০৫ সালে ওস্টারশায়ারের কোচ হিসেবে যোগ দেন। পরে ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করেন।

 

আজকের বাজার/ এমএইচ