টেস্টে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি উইকেট স্টেইনের দখলে

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি উইকেট (৪২২) শিকারির মালিক এখন পেসার ডেল স্টেইন।

সেঞ্চুরিয়ানে বুধবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯ বলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান এই গতিদানব।

স্টেইনের করা অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা দিয়ে স্লিপে ডেন এলগারের হাতে ধরা পড়েন ফখর জামান। সাথে সাথেই দক্ষিণ আফ্রিকার শীর্ষ উইকেট শিকারির তালিকায় উঠে আসেন ৩৫ বছর বয়সী এই পেসার।

গত ১০ বছর ধরে ৪২১ উইকেট নিয়ে শন পোলক টেস্ট ক্রিকেটে প্রোটিয়া বোলারদের মধ্যে উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন।

এ বিষয়ে পোলক বলেন, ‘এই রেকর্ডটি তারই (স্টেইন) প্রাপ্য। আমি আশা করি সে আরও উইকেট পাবে এবং প্রোটিয়াদের জয়ের ধারা অব্যাহত থাকবে।’

গোড়ালি ও কাঁধের ইনজুরির কারণে ২০১৫ সালের পর থেকে মাঠের বাইরে ছিলেন স্টেইন। চলতি বছরের শুরুতে আবারও খেলায় ফেরেন এই পেসার।

গত দুই বছর চার মাসে মাত্র ৭টি টেস্ট ম্যাচে অংশ নেন স্টেইন। ২০০৪ সালে ক্রিকেটে অভিষেক হয় এই ডানহাতি পেসারের। সূত্র: ক্রিকইনফো।

আজকের বাজার/এমএইচ