ট্রাম্পের আইনজীবীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক আয়োজন করতে ওই আইনজীবী ঘুষ নিয়েছিলেন বলে খবর প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর বৈঠক আয়োজন করতে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন চার থেকে ছয় লাখ ডলার নিয়েছিলেন।

ইউক্রেনের একাধিক সরকারি সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, ট্রাম্প-পোরোশেঙ্কো বৈঠক দীর্ঘায়িত করতেও বলা হয়েছিল কোহেনকে। তবে ট্রাম্প এই অর্থ লেনদেনের বিষয়ে জানতেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইউক্রেনের এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তার বরাতে আরও বলা হয়েছে, অর্থ লেনদেনের পুরো বিষয়টি সম্পন্ন করেন ট্রাম্পের সাবেক ব্যবসায়িক অংশীদার ফেলিক্স স্যাটার। ফেলিক্স একসময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে জেল খেটেছিলেন।

এদিকে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মাইকেল কোহেন। আর ইউক্রেন সরকার, এ খবরকে অসত্য ও নিন্দনীয় বলে অভিহিত করেছে।

আরজেড/