ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রকাশ্য শুনানি অনুমোদন

ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন সম্পর্কে প্রকাশ্যে তদন্ত করার বিষয়টি বৃহস্পতিবার অনুমোদন লাভ করে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বর্তমানে ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যাধিক্যে গঠিত। ইম্পচম্যান্টের পক্ষে এটা ছিল প্রথম আনুষ্ঠানিক ভোট।

গত কয়েক সপ্তাহ ধরে রুদ্ধদ্বার কক্ষে শুনানির পর হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ডেমোক্রেট সদস্যদের পরিকল্পনা অনুযায়ী প্রকাশ্যে শুনানির কথা ঘোষণা করেন।যুক্তরাষ্ট্র কংগ্রেসে এটা ছিল এক ঐতিহাসিক মূহুর্ত্ব তবে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন্দ্র করে দু’দলের মধ্যকার বিভাজন প্রকট ভাবে ধরা পরে।

ওদিকে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি এখন থেকে আর নিউ ইয়র্কের বাসিন্দা নন। নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রথম এই খবরটি প্রকাশিত হয় এবং প্রেসিডেন্ট বৃহস্পতিবার রাতে কয়েকটি টুইটে ফ্লোরিডার পাম বিচের স্থায়ী বাসিন্দা হওয়ার কথা নিশ্চিত করেন।
সূত্র: ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান