ডাকসু নির্বাচনের জন্য ছাত্রলীগের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ। এতে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ তিন নেতা স্থান পেয়েছেন। আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেল অনুযায়ি, ডাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

সংবাদ সম্মেলনে এ তিন নেতা ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস উপস্থিত ছিলেন। তিনি প্যানেল ঘোষণা করেন এবং ছাত্রলীগের ডাকসু নির্বাচনী প্রচারণা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের প্যানেলে অন্য পদগুলোর জন্য যারা প্রার্থী হচ্ছেন তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বি.এম লিপি, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্নি, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক শামস ই নোমান, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, ছাত্র পরিবহন সম্পাদক রাকিব হাওলাদার, সমাজসেবা সম্পাদক আজিজুল হক সরকার।

এছাড়া সদস্য পদে প্রার্থী হচ্ছেন- চিবল সাংমা, নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ইশাত কাশফিয়া ইরা, নিপু ইসলাম তন্বী, হাইদার মোহাম্মদ জিতু, তিলোত্তমা শিকদার, জুলফিকার আলম রাসেল এবং মাহমুদুল হাসান।