কারা উপমহাপরিদর্শক পার্থ ৮০লাখ টাকাসহ গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) পার্থ গোপাল বণিককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকালে রাজধানীর ভূতের গলি এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করেছে দুদক। সবশেষ সিলেটে কর্মরত ছিলেন তিনি।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল দশটা থেকে দুদক কার্যালয়ে ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিক ও জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিকেলে তাদের নিয়ে অভিযানে যায় দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফ। অভিযানে পার্থ গোপাল বণিকের বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক কর্মকর্তাদের ধারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করা এই অর্থ বাসায় রেখেছিলেন ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক।

আজকের বাজার/এমএইচ