ডিএসইএক্স সূচক সর্বোচ্চ অবস্থানে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সোমবার ২৮ আগস্ট সর্বোচ্চ অবস্থানে উঠেছে। এদিন ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪৭ পয়েন্টে অবস্থান করছে। এখন সূচক আর মাত্র ৫৩ পয়েন্ট অতিক্রম করলেই ৬ হাজারের ঘরে পৌঁছাবে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। এদিকে আজ ডিএসইতে লেনদেনেও উন্নতি হয়েছে। আজ লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে;যা আগের দিনের তুলনায় ১০২ কোটি ৫৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৯৩০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১২১ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৭৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

আজকের বাজার: আরআর/ ২৮ আগস্ট ২০১৭