ডিএসইতে নিম্নমূখী সূচকে চলছে লেনদেন,সিএসইকে ঊর্ধমূখী প্রবনতা

আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দিনের শুরু থেকেই সূচকের পতন দেখা যায় দেশের বড় পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে সিএসইকে ঊর্ধমূখী প্রবনতায় লেনদেন চলছে। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। লেনদেনের ২ ঘন্টায় ডিএসইতে মোট লেনদেন ছাড়িয়েছে ১৮৩ কোটি ৫০ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৯ পয়েন্টে এবং ডিএস৩০ ইনডেক্স ৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৮৫৮ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭ ৯৫টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসই অল শেয়ার প্রাইস ইনডেক্স ১৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৩৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়া ১৭৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯ টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

আজকের বাজার/মিথিলা