ডিএসইতে ৬ মাসের সূচকে সর্বোচ্চ রেকর্ড

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৭১ পয়েন্ট বা এক দশমিক ১৭ শতাংশ বেড়ে প্রায় ৬ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে। প্রায় টানা দশ দিন দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে -যা বিগত ৬ মাসের মধ্যে সূচকের একদিনে ডিএসইএক্সে সর্বোচ্চ বৃদ্ধি। এর আগে গত বছরের ৩ জুলাই ডিএসএক্স ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৭২৬ পয়েন্টে উঠেছিল।
মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর প্রথম আধঘণ্টা শেয়ারের প্রধান মূল্যসূচক নিম্নগতিতে থাকলেও পরে একটানা বেড়ে শেষ পর্যন্ত সূচক ইতিবাচক ধারায় শেষ হয়।
এর আগে গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ছাড়া টানা ১০ কার্যদিবসে ডিএএসইএক্স প্রায় ৪ দশমিক ১২ শতাংশ কমে সোমবার এই সূচক ৬ হাজার ৫০ এ নেমে আসে ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দিন শেষে ডিএসইএক্স ৭১ পয়েন্ট বেড়ে প্রায় ৬ হাজার ১২৮ পয়েন্টে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ১৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৮৯ পয়েন্টে; এবং ডিএস৩০ সূচক ২২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি টাকা ৭০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ৪৪ লাখ টাকা কম। হাতবদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারেরও দাম বেড়েছে।
লেনদেনে অংশ নেওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ৫০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির।এদিকে মঙ্গলবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি ৮৪ লাখ টাকা বেড়ে ২৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনে থাকা ২২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।
দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৫৮ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৮৫ পয়েন্টে অবস্থান করছে।
আজকের বাজার: জেএস/ ওএফ/ ১৬ জানুয়ারি ২০১৮