ডিএসই থেকে রাজস্ব আদায় ১৪ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই ) থেকে চলতি বছর আগস্ট মাসে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১৪ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। যা আগের মাসের চেয়ে ৮ কোটি ২৫ লাখ টাকা কম। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।dse

তথ্যমতে, গত আগস্ট মাসে রাজস্ব আয়ের মধ্যে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে আদায় হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা। আলোচিত সময়ে ব্রোকারেজ হাউজগুলোর লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ৪৯ লাখ টাকা।

এদিকে, গত জুলাই মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় ২২ কোটি ৪৫ লাখ টাকা। ওই সময় সদস্য প্রতিষ্ঠানগুলোর লেনদেন থেকে রাজস্ব এসেছে ১৮ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার টাকা এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার টাকা।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই থেকে সরকার এসব রাজস্ব পেয়ে থাকে।