ডিএসই থেকে রাজস্ব আয় বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সেপ্টেম্বর মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। আলোচ্য মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ৩০ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। যা গত আগস্ট থেকে প্রায় ১৩ দশমিক ৫৭ শতাংশ বেশি।

ডিএসই সূত্রে জানা গেছে, আগস্টে ডিএসই থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা। সেই হিসাবে সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় বেড়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার টাকা বা ১৩ দশমিক ৫৭ শতাংশ।

সেপ্টেম্বরে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১৯ কোটি ৯২ লাখ ৯৫ হাজার টাকা। আগস্টে এর পরিমাণ ছিল ১৯ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ সদস্য প্রতিষ্ঠানের কাছ থেকে রাজস্ব আদায় বেড়েছে ৩৪ লাখ ১৫ হাজার টাকা।

একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে। আগস্টে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্টশেয়ারধারীদের কাছ থেকে ৭ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার টাকার রাজস্ব আদায় করেছিল ডিএসই। সেপ্টেম্বরে এর পরিমাণ ১০ কোটি ৮৮ লাখ ৫৪ টাকায় দাঁড়িয়েছে।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই থেকে ২০১৭-১৮ হিসাব বছরের সেপ্টেম্বর মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে ৮ অক্টোবর ২০১৭