ডেঙ্গু পরীক্ষার ফি বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট

ডেঙ্গু পরীক্ষায় বেসরকারি হাসপাতালগুলো অতিরিক্ত ফি নিচ্ছে কিনা এবং সরকারি হাসপাতাল ফ্রি করাচ্ছে কিনা তা জানতে চেয়েছে হাইকোর্ট।
বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ ২৯ জুলাইয়ের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে এ তথ্য জানতে চেয়েছে।
বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কাছ থেকে জানবেন। ‘ডেঙ্গু পরীক্ষায় অযৌক্তিক ফি’ শীর্ষক শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর এ আদেশ দেয়া হয়েছে।
আদালতে প্রতিবেদনটি নজরে আনেন আইনজীবী মোশতাক আহমেদ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার)।
ডেপুটি এটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার) বলেন, বেসরকারি হাসপাতালগুলো বহুগুণ দাম নিচ্ছে এ বিষয়টি জাতীয় দৈনিকে এসেছে। আজ আদালত বলেছেন- অধিদপ্তরের ডিজির সঙ্গে যোগাযোগ করে বেশি ফি নেয়া হচ্ছে কিনা, আর নিলে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেটা জানাতে হবে।