প্রিয়া সাহা পুলিশ প্রটেকশন চাইলে সরকার তা দেবে: ড. এ. কে. আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রিয়া সাহা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে মনে হয় না। তবে অনেক লোক তার ওপর সংক্ষুব্ধ। তার কথায় ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে দেশে। এরা যদি কিছু করে বসে। সে জন্য পুলিশ প্রটেকশন চাইলে সরকার তা দেবে। অনেক লোককে সরকার এটা দিয়ে থাকে।খবর ভিওএ।

যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলসকে এ কথাই জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এলিস ওয়েলস টেলিফোনে প্রিয়া সাহার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা? তার বিরুদ্ধে মামলা হবে কিনা? এসব প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সরকারের অবস্থান পরিস্কার করেন। বুধবার এক সাংবাদিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য প্রকাশ করেন।

উল্লেখ্য যে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নালিশ জানিয়ে এখন নানামুখী চাপের মধ্যে রয়েছেন।

আজকের বাজার/লুৎফর রহমান