ঢাকার পরই বেশি জিপিএ-৫ রাজশাহীতে

২০১৭ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঢাকা শিক্ষাবোর্ডের পরই বেশি জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। বোর্ডটিতে মোট ৫ হাজার ২৯৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা মোট ফলাফলের ৪ দশমিক ৩৫ শতাংশ। সব বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন।

রোববার সকাল ১০ টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ বছরের এইচএসসির ফলাফলের অনুলিপি তুলে দেন।

জিপিএ-৫ নিয়ে ২য় স্থানে থাকা বোর্ডটির মোট ১ লাখ ২৪ হাজার ১৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২১ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ২ হাজার ৩৪৬ জন। এর মধ্যে মোট ৮৬ হাজার ১৭২ জন উত্তীর্ণ হয়েছে।

মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬৮ হাজার ৫২১ জন, অংশ নিয়েছে ৬৭ হাজার ৬২ জন, অনুপস্থিত ছিল ১ হাজার ৪৫৯ জন। মোট ৪৫ হাজার ২৪০ জন উত্তীর্ণ হয়ে ছাত্রদের সাফল্যের হার ৬৭ দশমিক ৪৬।

মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৫৫ হাজার ৬৬১ জন, অংশ নিয়েছে ৫৪ হাজার ৭৭৪ জন, অনুপস্থিত ছিল ৮৮৭ জন। ৪১ হাজার ৬৩২ জন উত্তীর্ণ শিক্ষার্থী নিয়ে ছাত্রীদের পাশের হার ৭৬ দশমিক শূন্য ১।

অন্যান্য সাধারণ বোর্ডগুলোর মধ্যে জিপিএ-৫ পেয়েছে কুমিল্লায় ৬৭৮, যশোরে ২ হাজার ৪৪৭, চট্টগ্রামে ১ হাজার ৩৯১, বরিশালে ৮১৫, দিনাজপুরে ২ হাজার ৯৮৭ এবং সিলেটে ৭০০ জন শিক্ষার্থী।

এছাড়াও মাদরাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে যথাক্রমে ১ হাজার ৮১৫ এবং ২ হাজার ৬৬৯ জন শিক্ষার্থী।

আজকের বাজার: এলকে/এলকে ২৩ জুলাই ২০১৭