ঢাকা আবাহনীর জয় চট্টগ্রাম আবাহনীর হারে জমে উটলো লিগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপর লড়াইটা এবার বুঝি জমে উঠলো। মঙ্গলবার ১৮তম রাউন্ডের খেলায় ঢাকা আবাহনী কষ্টের জয় পায় আরামবাগ ক্রীড়াসংঘের বিপক্ষে। তাতে এক ম্যাচ কম খেলা শেখ জামালকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল তারা। খানিক পরই দিনের দ্বিতীয় ম্যাচে তলানিতে থাকা মুক্তিযোদ্ধার কাছে হেরে যায় শীর্ষে থাকা দল চট্টগ্রাম আবাহনী। ফলে ১৮টি করে ম্যাচ শেষে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট এখন সমান ৪২। একম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট শেখ জামালের। ফলে লিগ শিরোপা জয়ের পথে ত্রিমুখি লড়াইয়ের মঞ্চ তৈরি হলো যেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটিতে আরামবাগকে হারিয়ে লিগে টানা ষষ্ঠ ম্যাচে জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। অবশ্য ঐতিহ্যবাহী দলটিকে জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে। আকাশি-নীলদের জয় এদিন ১-০ গোলের।

লিগে আবাহনী লিমিটেডকে এবার টান ছেন সানডে চিজোবা। দ্বিতীয় পর্বে ৭ ম্যাচের ৫টিতেই গোল করলেন এই নাইজেরিয়ান। এদিন ম্যাচের ৪২ মিনিটে লিড নেয় আবাহনী। ইমন মাহমুদের বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে জড়ান সানডে। তবে এরপর আর গোলমুখ খুলতে পারেনি দলটি। প্রথম পর্বে আরামবাগকে ২-১ গোলে হারিয়েছিল সাদা-কালোরা।

দ্বিতীয় ম্যাচটিতেই চকম দেখায় মুক্তিযোদ্ধা। রেলিগেলন চোখ রাঙ্গাচ্ছে যাদের, সেই তারাই কিনা ম্যাচ জিতে ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫ মিনিটে বিপুলের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ৮৮ মিনিটে মাগালান ব্যবধান দ্বিগুন করলে চট্টগ্রাম আবাহনীর হার নিশ্চিত হয়।
বুধবার দিনের প্রথম ম্যাচে ফরাশগঞ্জ খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। পরের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলবে শেখ জামাল।
আজকের বাজার: সালি/ ১৯ ডিসেম্বর ২০১৭