ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনের ৩ নেতাকে মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাতুল সরকার, ফারুক হোসেন ও আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মিছিল শেষে দুপুর দেড়টার দিকে মিলন চত্বরে অবস্থান করছিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা। সে সময় প্রায় ১০ জন ছাত্রলীগ নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘মিছিল শেষে আমরা গল্প করছিলাম। হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। আমরা বুঝতে পারলাম কেন তারা হামলা করল।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস জানান, তিনি হামলার বিষয়ে কিছু জানেন না। যদি এ ধরনের হামলার ঘটনা ঘটে তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনবি

আজকের বাজার/এমএইচ