তামিম-মেহেদীর নৈপূণ্যে সিলেটকে হারালো ঢাকা

সিলেট থান্ডারের দেয়া ১৭৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। দলীয় ৫৬ রানে ব্যক্তিগত ৩১ রান করে বিদায় নেন এনামুল। তবে হাল ছাড়েননি তামিম। মেহেদী হাসানের সঙ্গে ৮৭ ও জাকের আলীর সঙ্গে ৩০ রানের জুটি গড়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছেন দেশ সেরা ওপেনার।

মঙ্গলবার বঙ্গবন্ধু বিপিএলের ১৯তম ম্যাচে সিলেট থান্ডার্সকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা প্লাটুন। এই নিয়ে চলতি আসরের পঞ্চম জয় তুলে নিলো রাজধানীর দলটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটের বিনিময়ে ১৭৪ রান সংগ্রহ করে সিলেট। জনসন চার্লস করেন সর্বোচ্চ ৭৩ রান। এছাড়া মোহাম্মদ মিথুন ৪৯ ও শেরফানে রাদারফোর্ড অপরাজিত থাকেন ৩৮ রানে।

শহীদ আফ্রিদী নেন দুটি উইকেট। মেহেদী হাসান ও শাদাব খান একটি করে উইকেট তুলেন।

জবাবে ৯ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ঢাকা। তামিম ইকবাল অপরাজিত ৪৯ বলে ৬০, মেহেদী হাসান ২৮ বলে ৫৬, ও জাকের আলী অপরাজিত থাকেন ১১ বলে ২২ রান করে।

অলরাউন্ড নৈপূণ্যে টানা দ্বিতীয়বারের মতো ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান।

আজকের বাজার/এমএইচ