তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পাস করা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। তুরস্কের কর্মকর্তাদের বিরুদ্ধে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অভিযানে জড়িত থাকার কারণে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান এবং অটোম্যান তুরস্কদের আর্মেনীয়দের ওপর বর্বর হামলাকে গণহত্যা হিসেবে আখ্যা দেয়ার বিল পাস করা হয় প্রতিনিধি পরিষদে।

মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দ্বিপক্ষীয় বিলটি অনুমোদন হবার পর তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ডকে তলব করেছে। এই বিলটি প্রতিনিধি পরিষদে ৪০৩ ভোটে পাস হয়। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতে এই পদক্ষেপ সম্পর্কে জানিয়েছে এটি আমাদের নেটো জোটের চেতনার সঙ্গে বেমানান। এবং বলেছে অসতর্কভাবে আইনপ্রনেতারা তাদের আড়ম্বরপূর্ণ ভাষা ও কর্মকাণ্ডের মাধ্যমে জঙ্গি গোষ্ঠীকে বৈধতা দিয়েছে। তুরস্ক সিরিয়ো কুর্দিদের, কুর্দি বিদ্রোহীদের মিত্র মনে করে, যারা কয়েক দশক ধরে তুরস্কের ভেতরে স্বায়ত্তশাসনের জন্য যুদ্ধ করে যাচ্ছে।

আজকের বাজার/লুৎফর রহমান