তুরস্কে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত

তুরস্কের রাজধানী আঙ্কারার এক স্টেশনে বৃহস্পতিবার দ্রুত গতির একটি ট্রেন আরেকটি ইঞ্জিনের সাথে সংঘর্ষের পর পাশের ফুট ওভারব্রিজ ধাক্কা দিয়ে ধসিয়ে দেয়ার ঘটনায় নয়জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।

রাজধানীর ছোট স্টেশন মারসানডিজে ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবহনমন্ত্রী মেহমেত চাহিত তুরহান সাংবাদিকদের জানান, স্টেশনে লাইন পরীক্ষা করতে থাকা একটি ইঞ্জিনের সাথে আঙ্কারা থেকে কোনইয়া শহরে যাত্রা করা সকাল সাড়ে ৬টার ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে ট্রেনটি স্টেশনের ফুট ওভারব্রিজে ধাক্কা দিলে তা ধসে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়।

মন্ত্রী মেহমেত আরও জানান, দুর্ঘটনায় তিনজন চালক এবং ছয়জন যাত্রী মারা গেছেন। একজন যাত্রীকে হাসপাতালে নেয়ার পর এবং বাকিরা ঘটনাস্থলে মারা যান।

ঘটনাস্থল থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে এবং কেউ চাপা পড়ে নেই বলে জানান তিনি।

সিগন্যাল সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তে কাজ শুরু হয়েছে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ