বি.বাড়িয়ায় তেলবাহী ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতের কারণ অনুসন্ধানে  রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

রোববার (১ জুলাই) সকালে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমানকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় মহা-ব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার রাত সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি এলাকায় ঢাকা অভিমুখী একটি তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

পরে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলো উদ্ধারে কাজ শুরু করে। তবে এখনও পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি।

আজকের বাজার/এসএম