থাইল্যান্ডে ২১ জনকে হত্যাকারী সেনা সদস্য পাল্টা অভিযানে নিহত

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি শপিংমলে গুলি চালিয়ে ২১ জন সাধারণ মানুষকে হত্যাকারী এক সেনা সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে। থাই কর্মকর্তারা জানান, আর্থিক বিরোধের জেরে ওই সেনা কর্মকর্তা শনিবার প্রথমে দুজনকে হত্যা করেন এবং পরে ব্যস্ত একটি শপিংমলে গিয়ে সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কংচিপ তন্ত্রাণিচ জানান, মেজর জাকরাপন্থ থম্মা থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের তুলনামূলক দরিদ্র ও গ্রামীণ অঞ্চল নাখোন রাটকাসিমায় বন্দুক হামলা চালিয়েছিল। শনিবারের ওই হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যসহ ২১ জন নিহত ও ৪২ জন আহত হন। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান