থ্রিজি-ফোরজি নেটওয়ার্ক বন্ধ

‘রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুজব রোধ করার স্বার্থে’ শনিবার মোবাইল ফোন অপারেটরদের থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

রোববারের জাতীয় নির্বাচনের এক দিন আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এই নির্দেশনা এসেছে।

বিটিআরসি সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান বলেন, ‘শনিবার বিকাল ৩টা থেকে রোববার মাঝরাত পর্যন্ত থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা পাওয়া যাবে না।’

এর আগে বৃহস্পতিবার থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি। তবে ১০ ঘণ্টা পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেয়া হয়। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ