সকালেই ভোটকেন্দ্রে যেতে ভোটারদের প্রতি ড. কামালের আহ্বান

সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, ‘সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে আমি সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি। ভয় পাবেন না। যদি আপনি যান (ভোটকেন্দ্রে), তাহলে দুর্বৃত্তরা পালিয়ে যাবে…জনগণের শক্তিকে তারা পরাভূত করতে পারবে না।’

শনিবার, ২৯ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে ড. কামাল এ কথা বলেন।

তরুণদের যথাসময়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্ট প্রধান বলেন, ‘মনে রাখবে, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ।’

নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ভয় এবং আশঙ্কা রয়েছে দাবি করে ড. কামাল বলেন, এটা দূর করা প্রয়োজন। ‘এখন উৎসবমুখর থাকা উচিত, কিন্তু জনগণের মনে অনেক ভয় ও আশঙ্কা বিরাজ করছে,’ বলেন তিনি।

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনোরকম বিরতি ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ