দক্ষিণ সুদানে মহামারী রোধ করা না গেলে লক্ষ লক্ষ মানুষের করুন পরিণতি হবে

জাতিসংঘের শরণার্থী সংস্থা সতর্ক করে বলেছে দক্ষিণ সুদানে কোভিড-১৯ মহামারী রোধ করা না গেলে এবং অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে গেলে লক্ষ লক্ষ মানুষের করুন পরিণতি হবে।

বিশ্বের সবচেয়ে কমবয়সী জাতি দক্ষিণ সুদান কয়েক দশক ধরে যুদ্ধে লিপ্ত ছিলো এবং ২০১১ সালে স্বাধীনতা অর্জন করে। কয়েক বছরের সংঘর্ষ, বন্যা, সম্প্রতি পঙ্গপালের আক্রমন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কয়েক লক্ষ মানুষ তাদের সবচেয়ে মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা সতর্ক করে দিয়েছে যে এই দুর্বল জনগোষ্ঠী হয়তো করোনাভাইরাস মহামারী মোকাবেলা করতে পারবে না। ইউএনএইচসিআর-এর মুখপাত্র বাবর বালোচ বলেছেন, দক্ষিণ সুদানে এই ভাইরাসে এখন পর্যন্ত ৩৫জন আক্রান্ত হয়েছে।

তবে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়লে এই পরিস্থিতি মানবিক সংকটে পরিণত হতে পারে।