দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে নেমে এসেছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি)। আজ শেয়ারটির দর কমেছে ৭০ পয়সা বা ৮.৬৪ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে।  এদিন ১২১ বারে কোম্পানির এক লাখ ২৮ হাজার ৭৫৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ লাখ  টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংকের  ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৬ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটির সর্বশেষ ১৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি এক হাজার ৪৮ বারে ৪১ লাখ ৭৭ হাজার ১৯৯টি শেয়ার লেনদেন করেছে।

লুজারের তৃতীয় স্থানে থাকা ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৭৮ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ  ২৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১১৬ বারে ৭৪ হাজার ১২৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স, মডার্ন ডাইং, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বিডি ফিন্যান্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংক লিমিটেড।

আরএম/