দরপতনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ অক্টোবর সোমবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সোমবার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ২৮ শতাংশ।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি সোমবার সর্বশেষ ২৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৪৫০ বারে কোম্পানির ১১ লাখ ৮৯ হাজার ১৬২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১৯ লাখ টাকা।

দরপতনে দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ১১ শতাংশ কমেছে। সোমবার শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৯৯ বারে ১ লাখ ১৬ হাজার ২৪৭টি শেয়ার লেনদেন করেছে।

দরপতনে তৃতীয় স্থানে থাকা ঢাকা ব্যাংকের শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ৭০ শতাংশ কমেছে। সোমবার শেয়ারটির সর্বশেষ ২২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৯৪ বারে ৬৮ লাখ ৬৩ হাজার ৯৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৩৫ লাখ টাকা।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে মুন্নু জুট স্ট্যাফলার্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া ও উত্তরা ব্যাংক লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে ৯ অক্টোবর ২০১৭