দরপতনে শীর্ষে সিঙ্গার বিডি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আজ শেয়ারটির দর ১২ টাকা ১০ পয়সা বা ৭.২৪ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫৫ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৪৯১ বারে ৩ লাখ ৪ হাজার ৯১৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৭ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৯০ পয়সা বা ১.৮৮ শতাংশ কমেছে। শেয়ারটি আজ সর্বশেষ ৪৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ডাইং, প্রাইম ব্যাংক, জাহিন টেক্সটাইল, ডেল্টা স্পিনার্স, প্রগতি ইন্স্যুরেন্স, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও জিলবাংলা সুগার মিলস।

আজকের বাজার / এ.এ