দরপতনে শেষ হলো লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সারাদিনই নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলেছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনের শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় থাকতে দেখা যায়। সেই সাথে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান ।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২০৯ টির, বেড়েছে ১০০ টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৪৪২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ১৪ কোটি ২৭ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪১২ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৪৭ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৫৩ টির,দর বাড়ে মাত্র ৬৩ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩১ টির দর।

 

আজকের বাজার/মিথিলা